ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোট কিনতে গিয়ে জেলে শাহজাহান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
ভোট কিনতে গিয়ে জেলে শাহজাহান ...

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের এক প্রার্থীর সহযোগীকে ৩৯ হাজার ৫০০ টাকাসহ আটক করা হয়েছে।

সোমবার (০৭ ফেব্রুয়ারি) ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের জন্য তাকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ ঘোষ জানান, এক প্রার্থীর সহযোগীকে টাকাসহ ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর কেন্দ্রের কাছাকাছি থেকে আটক করা হয়। ওই ব্যক্তির নাম মো. শাহজাহান। এ সময় তার ব্যবহৃত একটি অবৈধ সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

তিনি বলেন, আমরা নিশ্চিত হয়েছি সে টাকা দিয়ে কেন্দ্রে বিশৃঙ্খলা করার চেষ্টা চালাচ্ছিল। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।