ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সপ্তম ধাপের ইউপি নির্বাচনের ভোট গণনা চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
সপ্তম ধাপের ইউপি নির্বাচনের ভোট গণনা চলছে

ঢাকা: সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ। এখন চলছে গণনা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)। অন্যান্য ধাপের মতো এ ধাপেও সহিংস ঘটনা ঘটে। দু’জন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।

ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান, সপ্তম ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ হাজার ৮৭৪ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১ হাজার ২৩৬ জন ও সাধারণ সদস্য পদে ৪ হাজার ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ৭১ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন ১১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন প্রার্থী রয়েছেন।

মোট ১ হাজার ৩৫০টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৮৫টি ভোটকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২৪ লাখ ৫১ হাজার ৭৮২ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।

সপ্তম ধাপে ২০ জেলার ২৪টি উপজেলার ১৩৮টি ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। এরমধ্যে নয়টিতে ভোটগ্রহণ হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

ইতোমধ্যে ছয় ধাপের নির্বাচন শেষ করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ ফেব্রুয়ারি অষ্টম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।