ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

পটুয়াখালীর ৬ ইউপিতে নৌকা ৪, স্বতন্ত্র ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
পটুয়াখালীর ৬ ইউপিতে নৌকা ৪, স্বতন্ত্র ২

পটুয়াখালী: সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য পটুয়াখালীর বাউফল উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত তিনজন ও একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন এবং রাঙ্গাবালী উপজেলার দুইটি ইউনিয়নে একটিতে আওয়ামী লীগের মনোনীত ও অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ছয় ইউপিতে ইভিএম ও ব্যালটের মাধ্যমে এ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়।

বাউফল সদর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদুল ইসলাম চশমা প্রতীক নিয়ে, মদনপুরা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত মো. গোলাম মোস্তফা, নাজিরপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত মো. আমির হোসেন বিজয়ী হয়েছেন। অপরদিকে, দাসপাড়া ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এএনএম জাহাঙ্গীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এদিকে রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মো. ফরহাদ হোসেন এবং নবগঠিত মৌডুবি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।