ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইসি গঠন: আবেদন করেছেন সাবেক বিচারক, সচিব সামরিক কর্মকর্তারা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
ইসি গঠন: আবেদন করেছেন সাবেক বিচারক, সচিব সামরিক কর্মকর্তারা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রায় ২০০ ব্যক্তির আবেদন জমা পড়েছে। আবেদনকারীদের বেশিরভাগই অবসরপ্রাপ্ত বিচারক, সামরিক বাহিনীর কর্মকর্তা, সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, বুধবার (০৯ ফেব্রুয়ারি) বিশিষ্ট ৬০ নাগরিককে চিঠি দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। এ ছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকেও চিঠি দেওয়া হবে। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজকর্মী, আইনজীবীসহ নানা পেশার মানুষ।

সংশ্লিষ্টরা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনটি ভাগে ২০ জন করে বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলবে সার্চ (অনুসন্ধান) কমিটি। তাদের কাছ থেকেও সিইসি ও অন্যান্য কমিশনারের নাম চাওয়া হবে। এছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও নাম নেবে কমিটি।

পরে মন্ত্রিপরিষদ বিভাগ ইমেইলে দেশ-বিদেশ থেকে আসা ও হাতে-হাতে আসা ব্যক্তি পর্যায়ের আবেদন, রাজনৈতিক দলের সুপারিশ ও বিশিষ্টজনদের সুপারিশ করা ব্যক্তিদের নাম কমিটির সামনে উপস্থাপন করবে। আর সেখান থেকেই নির্বাচিত করা হবে সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার।

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা মঙ্গলবার রাতে বলেন, আগামী শুক্রবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত আবেদন নেওয়া হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট দপ্তর খোলা থাকবে। ওইদিনও চাইলে যে কেউ আবেদন জমা দিতে পারবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সরকার খোলা মনে এবারের নির্বাচন কমিশন গঠন করতে চাচ্ছে। এ কারণে দেশের নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে যোগ্যদের দিয়ে কমিশন গঠন করতে চাচ্ছে। অনুসন্ধান কমিটির সভাপতি থেকে শুরু করে প্রত্যেকেই অংশগ্রহণমলূক একটি কমিশন গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

কালের কন্ঠের সৌজন্যে

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।