ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নবনিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনকে (ইসি) বরণ করে নিয়েছেন কর্মকর্তারা।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ১০টার দিকে পুরো কমিশন ইসি সচিবালয়ে গেলে সচিবসহ সব কর্মকর্তা নির্বাচন ভবনের নিচে তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
গত ১৪ ফেব্রুয়ারি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিদায়ের পর ২৬ ফেব্রুয়ারি নতুন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি। পাঁচ সদস্যের কমিশন শপথ নেয় ২৭ ফেব্রুয়ারি। এ হিসেবে প্রথমবারের মতো ১২দিন ফাঁকা থাকে পুরো কমিশন। এদিক থেকে বর্তমান কমিশনের মেয়াদ পূর্তি হবে ২০২৭ সালের ২৬ ফেব্রুয়ারি।
নিয়োগপ্রাপ্ত অন্য নির্বাচন কমিশনাররা হলেন-অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।
এ পর্যন্ত ১৩ জন সিইসি নিয়োগ পেয়েছেন। এদের মধ্যে সাতজন বিচারপতি আর ছয়জন সাবেক আমলা।
সোমবার নির্বাচন কমিশনাররা নির্বাচন ভবনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় শেষে নিজ নিজ দফতরে প্রবেশ করেন।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
ইইউডি/এসআই