ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

পাররাম রামপুর ইউপির ভোট চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
পাররাম রামপুর ইউপির ভোট চলছে

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররাম রামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৮টায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে নির্বাচনকে ঘিরে বিপুল সংখ্যক অনসার, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ মোতায়েন রয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫টি কেন্দ্রে প্রতি কেন্দ্রে রয়েছেন একজন করে ম্যাজিস্ট্রেট।
এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৪১ জন ও নারী ১৩ হাজার ৯৬৯ জন।

নির্বাচনে মোট ভোট কক্ষের সংখ্যা ৯১টি। চেয়ারম্যান পদে ছয়জন, সংরক্ষিত আসনে ১৫ জন ও সাধারণ আসনে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।