ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

মেহেন্দিগঞ্জে ২টি নৌকা, ২টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জুন ১৬, ২০২২
মেহেন্দিগঞ্জে ২টি নৌকা, ২টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দুটি ইউপির ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।

নির্বাচনে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নে দু’টিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বাকি দু’টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন নির্বাচ‌নের রিটা‌র্নিং কর্মকর্তা ম‌নিরুল ইসলাম।

জানা গেছে, চরএককরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল মকিম তালুকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও গোবিন্দপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম বেলাল মোল্লা নির্বাচিত হয়েছে। লতা ইউনিয়নে ঘোড়া প্রতীকের প্রার্থী আবু রাসেদ মনি ও জয়নগর ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মনির হোসেন হাওলাদার নির্বাচিত হয়েছেন।

এদিকে হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়‌নে নৌকা প্রতী‌কের প্রার্থী নজরুল ইসলাম মিলন জয়ী হ‌য়ে‌ছেন। অপর‌দি‌কে ধূলখোলা ইউ‌নিয়‌নের ৬ নম্বর ওয়া‌র্ডে সংঘর্ষ হওয়ায় ওই ইউনিয়‌নের ফলাফল স্থগিত করা হ‌য়ে‌ছে। ‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন রিটা‌র্নিং কর্মকর্তা মো. দে‌লোয়ার হো‌সেন।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।