ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঝিনাইদাহে ২টি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জুন ১৬, ২০২২
ঝিনাইদাহে ২টি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী  বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ বিশ্বাস ও আশরাফ হোসেন।

ঝিনাইদাহ: ঝিনাইদাহ সদর উপজেলার পাগলা কানাই ও সুরাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

পাগলা কানাইয়ে স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ বিশ্বাস মোটরসাইকেল প্রতীক নিয়ে সাত হাজার ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান আতা নৌকা প্রতীক নিয়ে তিন হাজার ৯০৬ ভোট পেয়েছেন।

অপর দিকে সুরাট ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আশরাফ হোসেন আনারস প্রতীক নিয়ে চার হাজার ৭৩ ভোট পেয়ে বিজয়ী পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কবীর হোসেন জোয়ার্দ্দার (কেবি) নৌকা প্রতীক নিয়ে তিন হাজার ৯০৪ ভোট পেয়েছেন।

ঝিনাইদাহ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস সালেক জানান, দু’টি ইউনিয়নে ১৯টি কেন্দ্র ইভিএম পদ্ধতিতে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ দুই ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ২৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৫৭ জন ও নারী ভোটার রয়েছেন ১২ হাজার ৭২৮ জন।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, জুন ১৬, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।