ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মেহেন্দিগঞ্জের একটিকে স্বতন্ত্র প্রার্থী জয়ী, অন্যটিতে কেন্দ্র স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জুন ৩০, ২০২২
মেহেন্দিগঞ্জের একটিকে স্বতন্ত্র প্রার্থী জয়ী, অন্যটিতে কেন্দ্র স্থগিত

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ও বিদ্যানন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। যদিও এর মধ্যে বিদ্যানন্দপুর ইউনিয়ন পরিষদের একটি কেন্দ্রে ৮৯ জনের ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হাতের ছাপের মিল না হওয়ায়, ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল ইসলাম।

তিনি জানান, ভোটের বেসরকারি ফলাফল অনুযায়ী আন্দারমানিক ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের নাসির উদ্দিন খোকন ৪ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার বিপরীতে নৌকা প্রতীকের আলাউদ্দিন ৩ হাজার ৬০১ ভোট এবং আনারস ৭২৫ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে শতকরা ৫৭ দশমিক ৭৫ ভাগ ভোট পড়েছে।

অপরদিকে বিদ্যানন্দপুর ইউনিয়ন পরিষদের একটি কেন্দ্রের ফলাফল স্থগিত হয়েছে। তবে সেখানে এগিয়ে আছেন ৩ হাজার ২৫৮ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. সাহে আলম মিয়া এবং দ্বিতীয় অবস্থানে ২ হাজার ৩৪২ ভোট পেয়ে নৌকা প্রতীক।

আর স্থগিত কেন্দ্রের ভোট কবে নাগাদ হবে তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল ইসলাম।

উল্লেখ্য বিদ্যানন্দপুরে মোট ভোটার সংখ্যা নারী-পুরুষ মিলিয়ে ১২০৯৫ জন এবং আন্ধারমানিকে ১৭৫১৩ জন ভোটার রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, জুন ৩০, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।