ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আগামী বছর নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
আগামী বছর নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল

ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ২০২৩ সালের নভেম্বর ঘোষণা করা হবে। আর ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের অডিটিরয়ামে সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন,   ২০২৩ সালের নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আর ২০২৩ সালের ডিসেম্বর অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, এখনও নির্বাচন হতে এক বছর চার মাস বাকি। যে কর্মপরিকল্পনা করেছি, সেটা বাস্তবায়ন ও কাজের মূল্যায়নের পর আশা করছি  সব রাজনৈতিক দলের  কমিশনের প্রতি  আস্থা ফিরে আসবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় রোডম্যাপের মোড়ক উন্মোচন করেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ইসির অতিরিক্ত সচিব।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২ 
ইভিএম/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।