ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৩ অক্টোবর ২০২৪, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

হরতালের সমর্থনে মহাখালীতে শিবিরের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩

ঢাকা: জামায়াতের ডাকা সোমবারের হরতালের সমর্থনে রাজধানীর মহাখালীতে ঝটিকা মিছিল করেছে শিবির।
রোববার দুপুর দেড়টার দিকে মহাখালী বাসস্ট্যান্ডের কাছে ক’’জন শিবির কর্মী হঠাৎ মিছিল শুরু করে।

তবে পুলিশ আসার আগেই শিবির কর্মীরা চলে যায়। সেখান থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলশান লিংক রোডের একটি গলি থেকে প্রথমে ২০-৩০ জন শিবির কর্মী হরতালের সমর্থনে স্লোগান দিয়ে মিছিল শুরু করে। পরে তাদের সঙ্গি আরো কর্মী এসে যোগ দেয়। তারা ১০-১৫ মিনিট মিছিল করে সেখান থেকে চলে যায়।

তারা আরো জানান, মিছিলে ঢাকা মহানগর উত্তর শিবিরের ব্যানার ছিলো। পরে উত্তর শিবিরের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সেখানে ঢাকা মহানগর উত্তরের সভাপতি রাকিব আহমেদের নেতৃত্ব মিছিলে অংশ নেন সেক্রেটারি আহমেদ ফয়সাল, স্কুল বিষয়ক সম্পাদক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭,,২০১৩
এনএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।