ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

নির্বাচন

পৌর নির্বাচন

ধুনটে মনোনয়ন না পেয়ে সড়ক অবরোধ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
ধুনটে মনোনয়ন না পেয়ে সড়ক অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের প্রার্থী এজিএম বাদশাহর পক্ষের নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

সোমবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শহর প্রদক্ষিণ করেন।

পরে শহরের চারমাথা এলাকায় প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ রেখে সমাবেশ করেন তারা।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, তৃণমূলের মতামত না নিয়ে মেয়র পদে একক প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খানের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠিয়েছে জেলা কমিটি।

পৌর আওয়ামী লীগের এক নম্বর ওয়ার্ড সভাপতি মোকবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ধুনট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএফএম ফজলুল হক, সহ সভাপতি হুমায়ন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের সহসভাপতি প্রভাষক আলিম আল রাজি বুলেট, পৌর যুবলীগের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক চপল মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ  সম্পাদক নিয়ামুল হাসান লিমন প্রমুখ।

ধুনট পৌরসভায় দলীয় মনোনয়নের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাবেক সাধারণ  সম্পাদক বর্তমান মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান কাউন্সিলর আল-আমিন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু আবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।