ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

বিএনপির প্রার্থীদের প্রত্যয়নপত্র বিতরণ অব্যাহত

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
বিএনপির প্রার্থীদের প্রত্যয়নপত্র বিতরণ অব্যাহত

ঢাকা: ঢাকা ও ময়মনসিংহ বিভাগে পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থীদের দলীয় প্রত্যয়নপত্র বিতরণ করছে বিএনপি।

বুধবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ প্রত্যয়নপত্র বিতরণ শুরু হয়েছে।



পৌর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান এ প্রত্যয়নপত্র বিতরণ করছেন। এতে ঢাকা বিভাগে ১৭ জন ও ময়মনসিংহ বিভাগে ছয়জনকে প্রত্যয়নপত্র দেওয়া হবে বলে জানা যায়।

মঙ্গলবার রাতেও প্রত্যয়নপত্র বিতরণ করেছে বিএনপি। এরমধ্যে রাজশাহীর কাঁটাখালী পৌরসভায় মাসুদ রানা, নওহাটায় শেখ মকবুল হোসেন, দুর্গাপুরে সাইদুর রহমান (মন্টু), কেশরহাটে আলাউদ্দিন আলো, তাহেরপুরে আবু নাঈম মো. সামছুর রহমান (মিন্টু), কাঁকনহাটে হাফিজুর রহমান, আড়ানীতে তোজাম্মেল হক, তানোরে মিজানুর রহমান মিজান, চারঘাটে জাকিরুল ইসলাম, মুণ্ডুমালায় ফিরোজ কবীর, গোদাগাড়ীতে আনোয়ারুল ইসলাম, নাটোরের নলডাঙ্গায় আব্বাছ আলী, গুরুদাসপুরে মশিউর রহমান বাবুল, বড়াইগ্রামে ইসাহাক আলী, নাটোরে শেখ ইমদাদুল হক আল-মামুন, সিংড়ায় শামীম আল রাজি মো. শিহানুর রহমান,পঞ্চগড় পৌরসভায় তৌহিদুল ইসলাম, জয়পুরহাট পৌরসভায় শামসুল হক, কালাইয়ে সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, রংপুরের বদরগঞ্জ পৌরসভায় পরিতোষ চন্দ্র চক্রবর্তী, চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে সফিকুল ইসলাম, নাচোলে মো. কামারুজ্জামান, লালমনিরহাট পৌরসভায় আবদুল হালিম, পাটগ্রামে এ কে মোস্তফা সালাউজ্জামান ওপেল, গাইবান্ধা পৌরসভায় মো. শফিউজ্জামান শহীদ, গোবিন্দগঞ্জে ফারুক আহম্মেদ, কুড়িগ্রাম পৌরসভায় মো. নুরুল ইসলাম (নুরু), নাগেশ্বরীতে আদম আলী এবং উলিপুরে তারিক আবুল আলা। এসব মেয়র প্রার্থী পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
এমএম/আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।