ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

নির্বাচন

পৌর নির্বাচন

ফেনী পৌরসভার আ'লীগ প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
ফেনী পৌরসভার আ'লীগ প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনী পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন৷

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী পৌরসভা রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) এনামুল হকের কাছে প্রথমে মনোনয়ন জমা দেন মেয়র প্রার্থী আলাউদ্দিন৷

এরপর ১ নম্বর ওয়ার্ড থেকে আশরাফুল আলম গিটার, ২ নম্বর ওয়ার্ডে লুৎফুর রহমান খোকন হাজারী, ৩ নম্বর ওয়ার্ডে কহিনুর আলম, ৪ নম্বর ওয়ার্ডে মজিবুর রহমান ভূঁঞা, ৫ নম্বর ওয়ার্ডে জয়নাল আবদীন লিটন, ৬ নম্বর ওয়ার্ডে আতিক উল্লাহ ফয়সাল, ৭ নম্বর ওয়ার্ডে বাহার উদ্দিন বাহার, ৮ নম্বর ওয়ার্ডে মফিজ উল্লাহ, ৯ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম পাটোয়ারী, ১০ নম্বর ওয়ার্ডে মাহতাব উদ্দিন, ১১ নম্বর ওয়ার্ডে গোলাম মেহেদী আলম চৌধুরী রুবেল, ১২ নম্বর ওয়ার্ডে হারুন অর রশিদ মজুমদার, ১৩ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ১৪ নম্বর ওয়ার্ডে মনির আহম্মদ, ১৫ নম্বর ওয়ার্ডে আবু ইউসুফ ভূঁঞা বাদল, ১৬ নম্বর ওয়ার্ডে আমির হোসেন বাহার, ১৭ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ মানিক ও ১৮ নম্বর ওয়ার্ডে সাইফুর রহমান।

সংরক্ষিত আসনে ১,২,৩ নম্বর ওয়ার্ডে সাহিদা আক্তার চাঁপা, ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে জেসমিন আক্তার, ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে সেলিনা চৌধুরী শেলী, ১০,১১,১২ নম্বর ওয়ার্ডে আমেনা মজুমদার, সংরক্ষিত ওয়ার্ডে ১৩,১৪,১৫ নম্বর ওয়ার্ডে সঞ্জয় রানী দেবী এবং ১৬,১৭,১৮ নম্বর ওয়ার্ডে ফেরদৌস আরা বেগম তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন৷

পরশুরাম উপজেলায় আওয়ামী প্রার্থী নিজাম উদ্দিন চৌধুরী সাজেল ও দাগনভূঞাঁয় ফারুক খান সব কাউন্সিলর প্রার্থীদের নিয়ে স্বস্ব উপজেলা নির্বাচন অফিসে তাদের মনোনয়নপত্র জমা দেন৷

অপরদিকে বিকেল ৩টায় ফেনী পৌরসভায় বিএনপি প্রার্থী ফজলুর রহমান বকুল ও একই সময় দাগনভূঞাঁয় কাজী সাইফুর রহমান স্বপন ও পরশুরামে মুস্তাহিদুল ইসলাম মাসুদের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে৷

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।