ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

নির্বাচন

ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভা

বিএনপির বিদ্রোহী চার মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
বিএনপির বিদ্রোহী চার মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভায় চার মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা চারজনই বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন এবারের নির্বাচনে।



রোববার (০৬ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাই শেষে ত্রুটি থাকায় তাদের চারজনের মনোনয়নপত্র বাতিল করেন উপজেলা রিটার্নিং অফিসার তরিকুল ইসলাম।

যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, ভবানীগঞ্জ পৌরসভায় বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী শাহীনুর ইসলাম শাহীন এবং তাহেরপুর পৌরসভায় বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী সামসুন্নাহার, পৌর যুবদলের সভাপতি আবদুল আলীম বাবু ও পৌর ছাত্রদল সভাপতি এসএম আরিফুল ইসলাম আরিফ।

উপজেলা রিটার্নিং অফিসার তরিকুল ইসলাম বলেন, শাহীনুর ইসলাম ও আব্দুল আলিম বাবুর জমা দেওয়া ১০০ জন ভোটারের স্বাক্ষরের অধিকাংশের মিল পাওয়া যায়নি।

এছাড়া এসএম আরিফের ১০০ জন ভোটারের মধ্যে একজন পৌরসভা এলাকার বাইরের ভোটার ছিলেন। আর সামসুন্নাহার তার হলফনামায় স্বাক্ষর করেননি।

এসব ত্রুটি থাকার কারণে তাদের মনোনয়পত্র বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।