ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ফরিদগঞ্জে দুই মেয়র প্রার্থী সরে দাঁড়ালেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ফরিদগঞ্জে দুই মেয়র প্রার্থী সরে দাঁড়ালেন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনের দুই মেয়র পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

রোববার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং অফিসার বরাবর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তারা।



নির্বাচন থেকে সরে দাঁড়ানো ব্যক্তিরা হলেন-ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল খায়ের পাটওয়ারী এবং জাতীয় পার্টির মেয়র প্রার্থী মো. সফিকুল ইসলাম পাটওয়ারী।

এদের মধ্যে আবুল খায়ের সকাল ১১টায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে সবাইকে মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি অবহিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের শৃঙ্খলা বজায় রাখতে আমি এ সিদ্ধান্ত নিয়েছি।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসআই



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।