ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

প্রার্থিতা ফিরে পেলেন নজিপুরের মেয়র প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
প্রার্থিতা ফিরে পেলেন নজিপুরের মেয়র প্রার্থী

নওগাঁ: নওগাঁর নজিপুর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী আসগর আলী প্রার্থিতা ফিরে পেয়েছেন।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কর্মকর্তারা আসগর আলীর মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।



নওগাঁর জেলা রিটার্নং অফিসার আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ৬ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় আয়কর জমাদানের কাগজপত্র না থাকায় আসগর আলীর মনোনয়নপত্রটি বাতিল করা হয়। পরবর্তীতে তিনি আপীল করলে পুনরায় বিবেচনায় আপীল বিভাগ তার মনোনয়নপত্রটি বৈধ বলে বিবেচনা করেন।

তিনি আরো জানান, একই পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী রমজান আলীর মনোনয়নপত্রটিও যাচাই বাছাইকালে বাতিল হয়। পরে তিনি আপীল করলেও তার মনোনয়নপত্রটি বৈধ বলে বিবেচিত হয়নি।

নজিপুর পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির একজন করে মোট তিনজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।