ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

দাউদকান্দিতে ৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
দাউদকান্দিতে ৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ মেয়র পদে তিন জন ও কাউন্সিলর পদে দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার (১৩ ডিসেম্বর) বিকেল পর্যন্ত তারা প্রত্যাহারের এসব আবেদন করেন।



মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র ভিপি আবদুস ছাত্তার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার শাহজাহান ও জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী অহিদুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

এছাড়া, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন ও ৩নং ওয়ার্ডের এ কে এম সারোয়ার জাহান মনোনয়ন প্রত্যাহার করেছেন।

দাউদকান্দি উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এসব তথ্য বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।