ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

সিলেটে তিনজনের মনোনয়নপত্র প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
সিলেটে তিনজনের মনোনয়নপত্র প্রত্যাহার

সিলেট: সিলেটে এক মেয়র প্রার্থী ও  দুই কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।  

রোববার (১৩ ডিসেম্বর) প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তারা।

প্রত্যাহার করে নেওয়া  তিনজনই কানাইঘাট পৌরসভার।

তারা হলেন- মেয়র পদে স্বতস্ত্র প্রার্থী সুলতান আহমদ এবং কাউন্সিলর পদে ২নং ওয়ার্ডে শরিফ উদ্দিন ও ৬নং ওয়ার্ডে রুহুল আমিন।

বিকেল ৫টায় কানাইঘাট পৌরসভার সহকারী রিটার্নিং অফিসার কামাল আহমদ তিন জনের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া অন্য দুই পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এনইউ/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।