ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌরসভা নির্বাচন

ধুনটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মাদ আলী কাউন্সিলর হতে যাচ্ছেন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ধুনটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মাদ আলী কাউন্সিলর হতে যাচ্ছেন মোহাম্মাদ আলী

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে পশ্চিম ভরনশাহী গ্রামের মোহাম্মাদ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পৌর এলাকার চরপাড়া গ্রামের শাহ আলম।



রোববার (১৩ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে শাহ আলম ধুনট পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, পৌর নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে মোহাম্মাদ আলী ও শাহ আলম কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

এর মধ্যে শাহ আলম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় আর কোনো প্রার্থী না থাকায় মোহাম্মাদ আলী বিনা প্রতিদ্বন্দিতায় কাউন্সিলর নির্বাচিত হবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।