ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

বরগুনায় আ’লীগ বিদ্রোহীর মনোনয়নপত্র প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
বরগুনায় আ’লীগ বিদ্রোহীর মনোনয়নপত্র প্রত্যাহার হুমায়ন কবির

বরগুনা: বরগুনা পৌরসভা নির্বাচনে মেয়র পদ থেকে সরে দাঁড়ালেন বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিদ্রোহী প্রার্থী হুমায়ন কবির।

রোববার (১৩ ডিসেম্বর) বিকেল চারটায় তিনি রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।



বরগুনা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার প্রকৌশলী মো. আবদুল্লাহ বাংলানিউজকে বিষয়টি জানান।

হুমায়ন কবির বাংলানিউজকে বলেন, দল থেকে বার বার আমাকে মনোনয়ন দেওয়ার আশ্বাস দিলেও শেষ অবধি দেওয়া হয়নি। এবারো আমার নাম সুপারিশ করে জেলা আওয়ামী লীগ কেন্দ্রে পাঠালে কেন্দ্র কামরুল আহসান মহারাজকে মনোনয়ন দেয়। জনগণের দাবির প্রেক্ষিতে আমি প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও অবশেষে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।