ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

নওয়াপাড়ায় সরে গেলেন আ.লীগ-বিএনপির বিদ্রোহী প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
নওয়াপাড়ায় সরে গেলেন আ.লীগ-বিএনপির বিদ্রোহী প্রার্থী

যশোর: যশোরের শিল্পনগরী অভয়নগরের নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দুই বিদ্রোহী মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এছাড়া আরো ১২ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীও মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।


 
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রোববার (১৩ ডিসেম্বর) আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সরদার ওলিয়ার রহমান ও বিএনপির মেয়র প্রার্থী এসএম মশিয়ার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডের মিজানুর রহমান মোল্লা, অশোক কুমার কুন্ডু, বেগ হাবিবুর রহমান, আব্দুল্লাহ বিশ্বাস, ২নং ওয়ার্ডের কামাল মোল্লা, ৩নং ওয়ার্ডের রবিউল ইসলাম, ৫নং ওয়ার্ডের আমীর হোসেন, ওয়ার্ডের মাসুদ রানা, সোহেল আরমান, ৬নং ওয়ার্ডের মোস্তাক হোসেন, ৯নং ওয়ার্ডের খায়রুল সরদার ও ইকবাল ক্রোয়াইশি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

নওয়াপাড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার তারেক আহম্মেদ বাংলানিউজকে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।