ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন

কুষ্টিয়ার ৫ মেয়র প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
কুষ্টিয়ার ৫ মেয়র প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিএনপির বিদ্রোহী দুই প্রার্থী, জাসদের একজন ও দুই স্বতন্ত্র মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।  
 
রোববার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া পৌরসভায় বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী বশিরুল আলম চাঁদ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জেলা রিটানিং অফিসার মুজিব উল ফেরদৌসের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তিনি।
 
এর আগে, দুপুরে কুষ্টিয়া পৌরসভায় জাসদ মনোনীত প্রার্থী জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রার্থিতা প্রত্যাহার করেন।
 
ভেড়ামারা পৌরসভায় বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী শামীম রেজা ও একই পৌরসভার স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম প্রার্থিতা প্রত্যাহার করেন।  
 
খোকসা পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী আনিসুজ্জামান মনোনয়নপত্র প্রত্যাহার করেন।  
 
জেলা রিটার্নিং অফিসার মুজিব উল ফেরদৌস জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে পাঁচ মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।