ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

নলছিটিতে আ.লীগের ৩ বিদ্রোহীর প্রার্থিতা প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
নলছিটিতে আ.লীগের ৩ বিদ্রোহীর প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগের ৩ বিদ্রোহী মেয়র প্রার্থী। এছাড়া ৩ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।



রোববার (১৩ ডিসেম্বর) তারা নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, দুপুর ১টায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ব্যবসায়ী মো. মাসুম হোসেন, বিকেল ৪টায় অপর বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবু সাঈদ মোস্তফা কামাল রিটার্নিং কর্মকর্তার কর্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়পত্র প্রত্যাহার করে নেন।

এছাড়া বিকেল ৪টা ৩৪মিনিটে পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র মাছুদ খানের পক্ষে মো. ফেরদৌস খান মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে দেন।

বর্তমানে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রয়েছেন  উপজেলা  আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী।

এদিকে, কাউন্সিলর প্রার্থী ৭নং ওয়ার্ডে মো. নেছার হোসেন ও ৮নং ওয়ার্ডে মনির মল্লিক মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।