ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

বরুড়ায় ৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
বরুড়ায় ৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

কুমিল্লা: কুমিল্লার বরুড়া পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে নয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেন।



বরুড়া রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. লুৎফুন নাহার নাজীম এ তথ্য জানান।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ ও আবদুল মোতালেব, ৩ নম্বর ওয়ার্ডের শাহ আলম, ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ইসমাইল হোসেন খোকন, ৬ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিন চৌধুরী, সাব্বির হোসেন ও আমান উল্লাহ আমান, ৮ নম্বর ওয়ার্ডের মো. ইমান এবং ৯ নম্বর ওয়ার্ডের আবদুল মজিদ।  

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।