ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন

পৌরসভা নির্বাচন

মাগুরায় প্রতীক বরাদ্দ পেয়েই গণসংযোগে প্রার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
মাগুরায় প্রতীক বরাদ্দ পেয়েই গণসংযোগে প্রার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরা সদরের একমাত্র পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪৬ জন ও ৩টি সংরক্ষিত নারী আসনে ১১ জন নারী প্রার্থীসহ মেয়র পদের ৩ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।

সোমবার( ১৪ ডিসেম্বর) দুপুরের পরপরই প্রার্থীরা নিজেদের পক্ষে মাইকিং করে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।



দুপুর ২টা পর্যন্ত রিটার্নিং অফিসার মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার আজিম আহমেদ প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেন।  

মেয়র পদে আওয়ামী লীগের খুরশিদ হায়দার টুটুল (নৌকা), বিএনপির ইকবাল আখতার খান কাফুর (ধানের শীষ) ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মশিউর রহমান পাখা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
পিসি/          

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।