ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ফেনীতে ২ মেয়রসহ ৪৭ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ‘জয়ী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
ফেনীতে ২ মেয়রসহ ৪৭ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ‘জয়ী’

ফেনী: আসন্ন পৌরসভা নির্বাচনে ফেনী, দাগনভূঞা ও পরশুরামে দুই মেয়রসহ ৪৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন। এ তিন পৌরসভায় মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ পদ রয়েছে মোট ৫১টি।



ফলে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ফেনী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড ও দাগনভূঞা পৌরসভার এক, তিন ও সাত নম্বর ওয়ার্ডে ভোট হবে।

ফেনী ও পরশুরাম পৌর মেয়র সহ ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রোববার (১৩ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ফেনী পৌরসভার ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাজ্জাদ হোসেন ও ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা আক্তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডে এক মেয়র, ১৮ কাউন্সিলর ও ছয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের মধ্যে বর্তমান মেয়র হাজী আলাউদ্দিনসহ ১৭ কাউন্সিলর ও ছয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এখন শুধুমাত্র ১৪ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী নুর ইসলামের সঙ্গে বর্তমান কাউন্সিলর মনিরুল ইসলামের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

এছাড়া দাগনভূঞা পৌরসভার নয় নং ওয়ার্ডের এক মেয়রসহ ১৩ পদের মধ্যে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন। ফলে এ পৌরসভায় মেয়র পদ সহ এক, তিন ও সাত নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পরশুরাম পৌরসভার নয় নং ওয়ার্ডে ১৩ পদের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এক, দুই ও তিন নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মরিয়ম আক্তার এবং সাত, আট ও নয় নং ওয়ার্ডের প্রার্থী সিলু হক নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় ১৩ পদেই প্রতিদ্বন্দ্বিতা করার আর কোনো প্রার্থী থাকলো না।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।