ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

পাবনার ৭ পৌরসভায় প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
পাবনার ৭ পৌরসভায় প্রতীক বরাদ্দ

পাবনা: পাবনার সাতটি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৩৩ জন ও কাউন্সিলর পদে ৩২৫ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টায় সদর উপজেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মুন্সী মনিরুজ্জামান ও স্ব-স্ব উপজেলার রিটার্নিং অফিসাররা এ তথ্য জানান।



পাবনা (সদর) পৌরসভা: পাবনা সদর পৌরসভায় মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত রকিব হাসান টিপু (নৌকা), বিএনপি মনোনীত নূর মাসুম বগা (ধানের শীষ), ইসলামী আন্দোলনের আবু বক্কার সিদ্দিক ( হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান মিন্টু (নারিকেল গাছ)।

ঈশ্বরদী পৌরসভা: ঈশ্বরদী পৌরসভায় মেয়র পদে দুইজন দলীয় প্রার্থী হলেন, আওয়ামী লীগ মনোনীত আবুল কালাম আজাদ মিন্টু ( নৌকা) ও বিএনপি মনোনীত মোখলেছুর রহমান বাবলু (ধানের শীষ)।

চাটমোহর পৌরসভা: চাটমোহর পৌরসভায় মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত সাখোয়াত হোসেন সাখো (নৌকা), বিএনপি মনোনীত অধ্যাপক আব্দুর রহিম কালু (ধানের শীষ), জাসদ ইনু মনোনীত শেখ আবুল বাশার (মশাল) এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান (মোবাইল ফোন) ও স্বতন্ত্র মির্জা দুলাল হোসেন (জগ মার্কা)।

ভাঙ্গুড়া পৌরসভা: ভাঙ্গুড়া পৌরসভায় মেয়র পদে পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত গোলাম হাসনায়েন রাসেল ( নৌকা), বিএনপি মনোনীত মজিবর রহমান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আজাদ খান (মোবাইল ফোন), স্বতন্ত্র প্রার্থী প্রভাষক মাহবুবুল আলম ( নারিকেল গাছ), স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক নান্নু (জগ)।

ফরিদপুর পৌরসভা: ফরিদপুর পৌরসভায় মেয়র পদে পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত খন্দকার কামরুজ্জামান মাজেদ (নৌকা), বিএনপি মনোনীত এনামূল হক (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (নারিকেল গাছ), স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান মিয়া (জগ), স্বতন্ত্র প্রার্থী বাবলু হোসেন (কম্পিউটার)।

সাঁথিয়া পৌরসভা: সাঁথিয়া পৌরসভায় মেয়র পদে ছয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মিরাজুল ইসলাম মিরাজ (নৌকা), বিএনপি মনোনীত সিরাজুল ইসলাম সিরাজ (ধানের শীষ), স্বতন্ত্র নফিজ উদ্দিন সরকার (জগ), স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম (রেল ইঞ্জিন), স্বতন্ত্র প্রার্থী আশিক ইকবাল রাসেল (নারিকেল গাছ) ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম বকুল (মোবাইল ফোন)

সুজানগর পৌরসভা: সুজানগর পৌরসভায় মেয়র পদে ছয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আব্দুল ওহাব (নৌকা), বিএনপি মনোনীত আযম বিশ্বাস (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত মমতাজ উদ্দিন (লাঙ্গল মার্কা), স্বতন্ত্র কামাল হোসেন বিশ্বাস (জগ) ও স্বতন্ত্র তোফাজ্জল হোসেন তোফা ( নারিকেল গাছ), স্বতন্ত্র আফছার আলী (মোবাইল ফোন)।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।