ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

গাংনীতে ৪৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
গাংনীতে ৪৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর ৪৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং অফিসার রোকনুজ্জামান।



মেয়র পদে আওয়ামী লীগের বর্তমান মেয়র আহম্মেদ আলী নৌকা, বিএনপির ইনসারুল হক ইন্সু ধানের শীষ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলাম ভেন্ডার জগ, ইসলামী আন্দোলনের প্রার্থী হুজ্জাতুল ইসলাম হাত-পাখা ও জাতীয় পার্টির এসএম মুর্তজা লাঙ্গল প্রতীক পেয়েছেন।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত নারী  কাউন্সিলর পদে ১০ প্রার্থীর মধ্যে‍ প্রতীক বরাদ্দ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।