ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

রূপগঞ্জে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
রূপগঞ্জে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার লোকমান হোসেন এ প্রতীক বরাদ্দ দেন।



প্রতীক বর‍াদ্দ পাওয়া প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মিসেস হাসিনা গাজী (নৌকা), বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নাসির উদ্দিন ভূঁইয়া (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র মেয়র প্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী (মগ), ইসলামী আন্দোলনের শিব্বির আহাম্মেদ (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব (কম্পিউটার)।

উল্লেখ্য, তারাব পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৮ হাজার ৮৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৪২৯ ও নারী ভোটার ৩৭ হাজার ৪৬৮ জন। এখানে মোট কেন্দ্র ৩৭টি, বুথের সংখ্যা ২২২টি।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।