ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন

ময়মনসিংহের ৯ পৌরসভায় মেয়র পদে ৩৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
ময়মনসিংহের ৯ পৌরসভায় মেয়র পদে ৩৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

ময়মনসিংহ: ময়মনসিংহের ৯ পৌরসভায় মেয়র পদে ৩৫ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টা নাগাদ তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসের উচ্চমান সহকারী নাজমুন নাহার এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মুক্তাগাছা পৌরসভায় মেয়র পদে ৫ জন, ফুলপুরে ৪ জন, ফুলবাড়িয়ায় ৪ জন, ভালুকায় ৪ জন, ত্রিশালে ৪ জন, গফরগাঁওয়ে ২ জন, ঈশ্বরগঞ্জে ৪ জন, নান্দাইলে ৫ জন ও গৌরীপুরে ৩ জনকে মেয়র পদে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

সাধারণ কাউন্সিলর পদে ৯ পৌরসভায় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ৩১৮ প্রার্থীকে। এর মধ্যে মুক্তাগাছায় ৩২ জন, ফুলপুরে ৪৫ জন, ফুলবাড়িয়ায় ৪৬ জন, ভালুকায় ৩১ জন, ত্রিশালে ৩২ জন, গফরগাঁওয়ে ৩২ জন, ঈশ্বরগঞ্জে ২৭ জন, নান্দাইলে ৩২ জন এবং গৌরীপুরে ৪১ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ১০৬ প্রার্থীকে। এর মধ্যে মুক্তাগাছায় ১২ জন, গৌরীপুরে ১৬ জন, ঈশ্বরগঞ্জে ১১ জন, নান্দাইলে ৯ জন, ফুলপুরে ১০ জন, ফুলবাড়িয়ায় ১২ জন, ভালুকায় ১০ জন, ত্রিশালে ১৫ জন ও গফরগাঁওয়ে ১১ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।