ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

চান্দিনায় প্রতীক পেলেন ৩ মেয়রসহ ৪৬ প্রার্থী

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
চান্দিনায় প্রতীক পেলেন ৩ মেয়রসহ ৪৬ প্রার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে তিন মেয়র প্রার্থী ও ৪৩ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন চৌধুরী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।



চান্দিনার তিন মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মফিজুল ইসলাম নৌকা, বিএনপির শাহ্ মো. আলমগীর খান ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আব্দুল মান্নান সরকার জগ প্রতীক পেয়েছেন।

এছাড়া পৌরসভার ৩৬ জন সাধারণ কাউন্সিলর ও সাত  জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।