ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

বরগুনায় দু’পক্ষে সংঘর্ষ, ভোটকেন্দ্র স্থগিত

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বরগুনায় দু’পক্ষে সংঘর্ষ, ভোটকেন্দ্র স্থগিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: ভোটগ্রহণ শুরু হওয়ার এক ঘণ্টার মাথায় বরগুনা সদর পৌরসভার একটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জের ধরে ভোটকেন্দ্রটি স্থগিত করা হয়েছে।



প্রিজাইডিং অফিসার মঞ্জুরুল আলম বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।  

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বরগুনা সদর পৌরসভার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ সংর্ঘষ বাধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার এক ঘণ্টার মাথায় বরগুনা সদর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন ও অ্যাডভোকেট শাহজাহান সর্থকদের সংঘর্ষ বাধে।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংঘর্ষকারীদের ওপর লাঠিচার্জ করেন।

এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ভোটকেন্দ্রটি স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫/আপডেট: ০৯৫৪ ঘণ্টা
এসএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।