ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

আচারণবিধি লঙ্ঘন

চাটখিলে কাউন্সিলর প্রার্থীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
চাটখিলে কাউন্সিলর প্রার্থীর জরিমানা

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল পৌরসভা নির্বাচনে আচারণবিধি লঙ্ঘনের অপরাধে ৩ নম্বর ওয়ার্ডের এ এইচ এম ফারুক নামে এক কাউন্সিলর প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম বদরুদৌজা এ জরিমানা করেন।



ভ্রাম্যমাণ আদালত সূত্র বাংলানিউজকে জানায়, চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এ এইচ এম ফারুকের সমর্থকরা নির্বাচনী আচারণবিধি অমান্য করে রাত ৮টার পরও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালায়। বিষয়টি পর্যবেক্ষণে ধরা পড়ায় এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাউন্সিলর প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সর্তক করা হয়।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নি অফিসার আবরাউল হাসান মজুমদার বিষয়টি বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।