ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

বাজিতপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
বাজিতপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে জরিমানা ছবি : প্রতীকী

(কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ জেলার বাজিতপুর পৌরসভায় নির্বাচনী প্রচারণায় আচরণ বিধি লংঘনের দায়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সাব্বির আহমেদ তাপসকে ২০ হাজার টাকা জরিমানা ও দেড় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের প্রধান ও সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা এ রায় প্রদান করেন।



সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, বাজিতপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী শওকত আকবরের কর্মী সাব্বির আহমেদ তাপস মাইকিং করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় তার বিরুদ্ধে জরিমানা ও দেড় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।   

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।