ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

কলারোয়ার রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহার, বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
কলারোয়ার রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহার, বরখাস্ত

ঢাকা: নির্বাচনী দায়িত্ব পালেন ক্ষমতার অপপ্রয়োগ ও আইন বহির্ভূত কাজ করায় খুলনার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কলারোয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. সাবেদ উর রহমান।



এতে বলা হয়, আবুল হোসেন সাতক্ষীরার কল‍ারোয়া পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে ক্ষমতার অপপ্রয়োগ ও আইন বহির্ভূত কাজ করেন।

তিনি আইন বহির্ভূতভাবে কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলামের মনোনয়নপত্র গ্রহণ করেন। যা ক্ষমতার অপপ্রয়োগ হয়েছে।

আদেশে বলা হয়, উপজেলা পরিষদের কোনো পদে থেকে কোনো মনোনয়ন প্রত্যাশির মনোনয়নপত্র গ্রহণ করা যায় না। আবুল হোসেন শুধু মনোনয়নপত্র গ্রহণ করেননি তাকে বৈধ প্রার্থী হিসেবেও ঘোষণা করেন।

তার ক্ষমতার অপপ্রয়োগের কারণে নির্বাচন কমিশন তাকে প্রথমে প্রত্যহার করে নেন। পরে সাময়িক বরখাস্ত করেন।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
ইইউডি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।