ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

পৌরসভা নির্বাচন

সোমবার ধুনটে যাচ্ছেন নির্বাচন কমিশনার

রফিকুল আলম, উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
সোমবার ধুনটে যাচ্ছেন নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার জাবেদ আলী

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করতে সোমবার(২১ ডিসেম্বর) আসবেন নির্বাচন কমিশনার জাবেদ আলী।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নির্বাচন কমিশনার ধুনট উপজেলা পরিষদ চত্বরে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।



রোববার (২০ ডিসেম্বর) দুপুরে ধুনট পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন এবং সাধারন কাউন্সিলর পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবার পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৯১৬ জন। এরমধ্যে পুরুষ ৪ হাজার ৯০৬ জন এবং মহিলা ৫ হাজার ১০ জন। মোট ৯টি কেন্দ্রের ৩১ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
পিসি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।