ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশে আলাদা নীতিমালা হয়নি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশে আলাদা নীতিমালা হয়নি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: নির্বাচন ‍কমিশনার ব্রিগেডিয়ার জে. মোহাম্মদ জাবেদ আলী বলেছেন, ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রবেশে আলাদা কোনো নীতিমালা করা হয়নি। তবে ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের যাতে অসুবিধা না হয় সেজন্য সাংবাদিক ও পর্যবেক্ষকদের লক্ষ্য রাখতে হবে।



সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার ৮টি পৌরসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, পৌর নির্বাচনের পরিবেশ এখনো অনেক ভালো রয়েছে। এখন পর্যন্ত কোনো প্রার্থীর কোনো অভিযোগ পাওয়া যায়নি। সুষ্ঠ নির্বাচনের স্বার্থে কমিশনের যা যা করণীয় তাই করা হবে। পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় প্রস্তুত রয়েছে। আশা করি আমরা সুষ্ঠু নির্বাচন দিতে পারব।


তিনি আরো বলেন, কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ শাস্তি ৬ মাসের জেল হতে পারে তার।
 
জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. খুরশিদ আনোয়ার, জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর নির্বাচনের মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীসহ বিভিন্ন পেশার লোকজন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।