ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

করিমগঞ্জে আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
করিমগঞ্জে আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীর জরিমানা ছবি: প্রতীকী

কিশোরগঞ্জ: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী কামরুল ইসলাম চৌধুরী মামুনকে ১৫ হাজার ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাইয়ুমকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান খান এ জরিমানা করেন।

  

করিমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা আক্তার বাংলানিউজকে জানান, আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী কামরুল ইসলাম চৌধুরী মামুন এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাইয়ুম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একাধিক জায়গায় মিছিল, মিটিং করেছেন। এ কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের এ জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।