ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

৪৮ জনের ৩৩ জনই আন্ডার মেট্রিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
৪৮ জনের ৩৩ জনই আন্ডার মেট্রিক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে ৪৮ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৩৩ জনই মাধ্যমিকের সীমানা পার হননি। প্রার্থীদের হলফনামায় দেওয়া শিক্ষাগত যোগ্যতার কলাম থেকে এ তথ্য জানা গেছে।



হলফনামায় দেখা যায়, এক নম্বর ওয়ার্ডের আবুল খায়ের, মুসলিম মিয়া, তাজুল ইসলাম স্বশিক্ষিত ও জামাল মোহাম্মদ, নান্নু মিয়া, সাজেদুল ইসলাম অষ্টম শ্রেণি পাস।

দুই নম্বর ওয়ার্ডের বাহাদুর খান অক্ষরজ্ঞান সম্পন্ন, আমরুল ইসলাম, মহসিন মিয়া ও শেখ জামাল উদ্দিন স্বশিক্ষিত এবং শিপন ভূঁইয়া এইচএসসি পাশ।

তিন নম্বর ওয়ার্ডের কাজী নাছির উদ্দিন খাদেম এসএসসি, মোহাম্মদ ফয়সাল অষ্টম শ্রেণি পাস ও রফিকুল ইসলাম খাদেম স্বশিক্ষিত।

চার নম্বর ওয়ার্ডের ছিদ্দিক মিয়া, জব্বার হোসেন, জাকির হোসেন, রফিকুল ইসলাম স্বশিক্ষিত।
পাঁচ নম্বর ওয়ার্ডের দীপংকর ঘোষ নয়ন স্নাতক, মানিক মিয়া স্বশিক্ষিত এবং শিপন হায়দার ও মো. হারুন স্বাক্ষরজ্ঞান সম্পন্ন।

ছয় নম্বর ওয়ার্ডের তানভীর আহাম্মদ স্নাতক, জহর লাল শীল, মো. শাহজাহান স্বশিক্ষিত ও মন্তাজ মিয়া অক্ষরজ্ঞান সম্পন্ন।

সাত নম্বর ওয়ার্ডের জজ মিয়া স্বাক্ষরজ্ঞান সম্পন্ন, মোহাম্মদ শরীফ ভূঁইয়া, আতিকুর রহমান ও আসাদ উল্লাহ স্বশিক্ষিত।

আট নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম হাজারি বি.কম, তাহের আহাম্মদ খান এসএসসি ও বাবুল মিয়া অষ্টম শ্রেণি পাস। একই ওয়ার্ডের এলাম খান ও মো. মফিজুল স্বশিক্ষিত এবং আবুল ফজল স্বাক্ষরজ্ঞান সম্পন্ন।

সর্বশেষ নয় নম্বর ওয়ার্ডের দুলাল মিয়া ও বাহার মিয়া স্বশিক্ষিত এবং মানিক মিয়া স্বাক্ষরজ্ঞান সম্পন্ন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।