ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

যশোরে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ’লীগের ২ নেতা বহিষ্কৃত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
যশোরে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ’লীগের ২ নেতা বহিষ্কৃত

যশোর: যশোরের নওয়াপাড়া ও মণিরামপুর পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) রাতে বহিষ্কৃত দু’জন হলেন- অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম যুগ্ম-সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ফারুক হোসেন এবং মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মণিরামপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জিএম মজিদ।



এ বিষয়ে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বাংলানিউজকে বলেন, পৌরসভা নির্বাচনে দলের সভাপতি শেখ হাসিনার মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দু’জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও জানান, এর আগে একই অপরাধে যশোর পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী এসএম কামরুজ্জামান চুন্নু  ও চৌগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুলকে দল থেকে বহিষ্কার করা হয়।

** চৌগাছায় আ’লীগ বিদ্রোহী প্রার্থী বহিস্কার
** যশোরে আ’লীগ নেতা চুন্নু বহিষ্কার

বাংলাদেশ সময়: ০৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।