ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচনে প্রচারণাকালে অস্ত্রসহ যুবক আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
পৌর নির্বাচনে প্রচারণাকালে অস্ত্রসহ যুবক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা(কুমিল্লা): কুমিল্লার চান্দিনা পৌর নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে প্রচারণার সময় চাপাতিসহ আরমান হোসেন (১৭) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডের রারিরচর এলাকায় এ ঘটনা ঘটে।



পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন ৬ মাসের বিনাশ্রম করাদণ্ড দেন।

আরমান হোসেন পৌরসভার একই ওয়ার্ডের গোবিন্দপুর এলাকার মহসিন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, ৪/৫ জন যুবক ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দৌলতুর রহমানের পানির বোতল প্রতীক সম্বলিত লিফলেট ও দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিলেন। এ সময় স্থানীয়রা ধাওয়া করে একজনকে আটক করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রসুল আহমেদ নিজামী বাংলানিউজকে জানান, স্থানীয় লোকজন তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।