ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

বদরগঞ্জে তিন মেয়র প্রার্থীকে শোকজ

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
বদরগঞ্জে তিন মেয়র প্রার্থীকে শোকজ

রংপুর: রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে তিন মেয়র প্রার্থীকে শোকজ করেছে উপজেলা নির্বাচন অফিস।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী উত্তম সাহা, বিএনপি সমর্থিত অধ্যাপক পরিতোষ চক্রবর্তী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল বাকিকে শোকজ করা হয়।



সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন বাংলানিউজকে জানান, পোস্টার, ব্যানার ও ফেস্টুনের সাইজ নিয়ম বহির্ভূতভাবে বড় করায় তাদের শোকজ করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।