ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ধনবাড়ীতে নৌকা-ধানের শীষের ৪ নির্বাচনী ক্যাম্প উচ্ছেদ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
ধনবাড়ীতে নৌকা-ধানের শীষের ৪ নির্বাচনী ক্যাম্প উচ্ছেদ

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচন উপলক্ষে নিয়ম বহির্ভূতভাবে স্থাপন করা আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর ৪টি নির্বাচনী ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী  কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন অভিযান চালিয়ে এসব ক্যাম্প ভেঙে দেওয়ার নির্দেশ দেন।



এ সময় আওয়ামী লীগ প্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের ২টি ও বিএনপি প্রার্থী এসএমএ ছোবহানের ২টি নির্বাচনী ক্যাম্প ভেঙে ফেলা হয়।

এ ব্যাপারে ধনবাড়ী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন বাংলানিউজকে জানান, কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
  এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।