ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

সিংড়ায় আ.লীগ-বিএনপির মেয়র প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
সিংড়ায় আ.লীগ-বিএনপির মেয়র প্রার্থীকে জরিমানা

নাটোর: যানবাহন ও দেয়ালে পোস্টার ও স্টিকার সাঁটানোর দায়ে নাটোরের সিংড়া পৌরসভায় বিএনপি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থীসহ ৯ জনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিনভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম।


 
সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম  শহরের বিভিন্ন এলাকা ঘুরে যানবাহন ও ভবনের দেয়ালে নির্বাচনী পোস্টার ও স্টিকার দেখতে পান। পরে তিনি বিএনপির মেয়র প্রার্থী শামিম আল রাজি ও আওয়ামী লীগের জান্নাতুল ফেরদৌসকে ৩ হাজার টাকা করে জরিমানা করেন।

এছাড়া বিভিন্ন ওয়ার্ডের ৭ কাউন্সিলর প্রার্থীকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

পরে প্রার্থীরা নিজ উদ্যোগে যানবাহন ও ভবনের দেয়াল থেকে পোস্টার ও স্টিকার তুলে ফেলার উদ্যোগ নেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।