ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

তারাবতে বিএনপি প্রার্থীর পক্ষে শোডাউন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
তারাবতে বিএনপি প্রার্থীর পক্ষে শোডাউন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের তারাব পৌরসভা নির্বাচন উপলক্ষে বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে মিছিল করেছেন বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে বিএনপির প্রার্থী নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের পক্ষে ভোট চেয়ে মিছিল করেন তারা।



রূপসী-কাঞ্চন সড়কের পৌরসভার গন্ধর্বপুর এলাকা থেকে মিছিলটি বের করা হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।

মিছিল অংশ নেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মাহাফুজুর রহমান হুমায়ূন, কাঞ্চন পৌসভার সাবেক মেয়র মজিবুর রহমান, রূপগঞ্জ থানা তাঁতি দলের সভাপতি মজিবুর রহমান মোল্লা, জাসাসের সভাপতি জাকির হোসেন, বিএনপি নেতা রিয়াজ উদ্দিন, আলম হোসেন, হাজী মনির মিয়া, হাফিজুর রহমান পিন্টু, যুবদল নেতা আফজাল কবির, রুহুল আমিন, হাফিজুর রহমান হাফেজ, দেলোয়ার হোসেন, জামান মিয়া, ছানোয়ার খাঁন, আমজাদ হোসেন, হাজী মতিন মিয়া, বাবুল মিয়া, ছাত্রদল নেতা আজিম সরকার, আলতাফ হোসেন, সুলতান খাঁন, রুবেল খাঁন, মাসুদ মিয়া, শরিফ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।