ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

গাইবান্ধায় জনতার মুখোমুখি মেয়র প্রার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
গাইবান্ধায় জনতার মুখোমুখি মেয়র প্রার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধা পৌরসভার মেয়র প্রার্থীদের নিয়ে ‘জনতার মুখোমুখি’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে স্থানীয় পৌর পার্কের শহীদ মিনারে সচেতন নাগরিক কমিটি (সনাক) এ অনুষ্ঠানের আয়োজন করে।



সংগঠনের সভাপতি প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে সনাকের সদস্যরা জাতীয় সংগীত পরিবেশন করেন।

পরে ভোটারদের শপথ বাক্য পাঠ করান সনাকের সাবেক সভাপতি অধ্যাপক মাজহার-উল মান্নান। এক পর্যায়ে মেয়র প্রার্থীরা একে অপরের হাত ধরে মঞ্চে দাঁড়ালে উপস্থিত ভোটাররা করতালি দিয়ে তাদের অভিনন্দন জানান।

জনতার মুখোমুখি অনুষ্ঠানের আহবায়ক উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-  মেয়র প্রার্থী একেএম ফেরদৌস আলম, মো. মির্জা হাসান, মো. শহীদুজ্জামান শহীদ, মো. শামছুল আলম, অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ও অ্যাডভোকেট সরদার রোকনুজ্জামান।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন- সনাকের স্থানীয় সরকার উপকমিটির আহবায়ক প্রবীর চক্রবর্ত্তী, টিআইবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. হাসান আলী, শিরিন আকতার প্রমুখ।

এরপর ভোটাররা প্রার্থীদের সরাসরি পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা সম্পর্কিত প্রশ্ন করেন। প্রার্থীরা এসব প্রশ্নের উত্তর দেন।
 
বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।