ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

সেনা মোতায়েন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
সেনা মোতায়েন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

ঢাকা: সেনা মোতায়েন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে মেজর হাফিজ উদ্দিন বলেছেন, যদি সেনা মোতায়েন করা হয়, তাহলে ভোটাররা কেন্দ্রে যাবে।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের করফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


 
তিনি বলেন, এরই মধ্যে রাউজান, খাগড়াছড়িসহ বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মী হত্যা, হামলা, মামলা ও নির্যাতন করা হচ্ছে। আমাদের নেত্রীও নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন।

মেজর হাফিজ আরও বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের আগেই অক্ষম হয়ে গেছে। এজন্য তারা প্রধানমন্ত্রীর দারস্থ হয়েছেন।

নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা টিএনও কী করে মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে ও শিরীন সুলতানার সঞ্চালনা আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।