ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

সিংগাইর পৌরসভায় ৫০ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
সিংগাইর পৌরসভায় ৫০ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

মানিকগঞ্জ: পুনঃতফসিল অনুযায়ী মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনে ছয় মেয়রসহ ৫০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
 
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়।


 
সিংগাইর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মুনীর হোসাইন এ তথ্য বাংলানিউজকে জানিয়েছেন।
 
তিনি জানান, আওয়ামী লীগ মনোনীত আবু নাঈম বাশার ‘নৌকা’, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয় ‘ধানের শীষ’, খেলাফত মজলিশের আশরাফ আলী ‘দেয়াল ঘড়ি’, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক মেয়র মীর শাহজাহান ‘জগ’, স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন ‘নারিকেল গাছ’ ও হাফিজ উদ্দিন ‘মোবাইল ফোন’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
 
এছাড়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সাত প্রার্থী ও ৩৭ কাউন্সিলর প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
 
ভোটার তালিকায় অসঙ্গতি থাকার অভিযোগে হাইকোর্টে আপিল করার কারণে ৩০ ডিসেম্বর থেকে পিছিয়ে সিংগাইর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ ৭ জানুয়ারি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
 
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫        
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।