ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

পীরগঞ্জে মেয়র প্রার্থীর ১০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
পীরগঞ্জে মেয়র প্রার্থীর ১০ হাজার টাকা জরিমানা ছবি : প্রতীকী

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জাতীয় পার্টির প্রার্থী গোলাম হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  
 
বুধবার (২৩ ডিসেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার মোর্শেদ এ জরিমানা করেন।


 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন- রিটার্নিং অফিসার শুকুর মাহমুদ মিঞা, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) ওয়াহেদ আলী ও ভ্রাম্যমাণ নির্বাচনী টিমের সদস্য উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম।  
 
রিটার্নিং অফিসার শুকুর মাহমুদ মিঞা বাংলানিউজকে বলেন, মঞ্চ তৈরি করে পথসভা করায় জাতীয় পার্টির প্রার্থী গোলাম হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, তাকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫        
এমজেড   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।